খাগড়াছড়িতে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন মামলায় স্বামী মো.রফিককে (৫৩) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (৬ অক্টোবর) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (ভারপ্রাপ্ত) বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রফিক আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত রফিক সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত হাজী হাছিউর রহমানের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন কবির জানান, ২০১৮ সালের ২২ এপ্রিল নিজ বাসায় যৌতুকের দাবিতে স্ত্রী আনোয়ারা বেগমকে মারধর করে তার স্বামী রফিক। এ ঘটনায় আনোয়ারা বাদী হয়ে সদর থানায় রফিককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমণ আইনে একটি মামলা দায়ের করেন।
এরপর পুলিশ ওই বছরের ২১ মে তদন্ত শেষে রফিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিকেলে ছয় জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।