খাগড়াছড়িতে সড়কের পাশের গাছ ভেঙ্গে পড়ে চালক নিহত

NewsDetails_01

খাগড়াছড়িতে সড়কের পাশের গাছ ভেঙ্গে পড়ে কাভার্ড ভ্যানের উপর
খাগড়াছড়ির গুইমারায় কাভার্ড ভ্যানের উপর সড়কের পাশের গাছ ভেঙ্গে পড়ে চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা বিজিবি সেক্টরের সামনে এঘটনা ঘটে। নিহত এনামুল হক কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল হোসেনের ছেলে। মাটিরাঙায় পণ্য নামিয়ে চট্টগ্রাম ফেরার পথে সড়কের পাশের একটি গাছের ডাল কাভার্ড ভ্যানের উপর ভেঙ্গে পড়লে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান,কাভার্ড ভ্যানটি লম্বা হওয়ায় বিজিবি সেক্টরের সামনে গতিরোধক পার হতে গিয়ে সড়কের পাশের রেইনট্রি গাছে ধাক্কা দেয়। এসময় গাড়ির সামনে অংশে গাছের ডাল ভেঙ্গে পড়লে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয় এবং দুই সহকারী আহত হয়। আহতরা গুইমারা বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন