খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় রোকসানা আক্তার রাফি নামে এক শিশুর নিহত হয়েছে।
আজ রোববার (২৭অক্টোবর) সকালে জেলা সদরের টিএন্ডটি গেইট এলাকায় রাস্তার উপর খেলাধুলার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাফি টিএন্ডটি গেইট এলাকার বাদল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়,সকালে বাড়ির সামনের রাস্তায় খেলাধুলা করার সময় খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি গাড়ির সাথে শিশু রাফির ধাক্কা লাগে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশিদ জানান, একটি সরকারি গাড়ির সাথে ধাক্কা লেগে মাথা আঘাত পেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় শিশুটির পরিবার মামলা না করলে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।