খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ৫

খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুইমারার হাফছড়ি এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামমুখী বাস ও খাগড়াছড়িমুখী কাভার্ড ভ্যানে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস চালকসহ ৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত যাত্রী বহন ও বেপরোয়া গতিতে ছিল বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এদের ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়। দুর্ঘটনায় পড়া বাস কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

আরও পড়ুন