খাগড়াছড়ি থেকে ২০১৭ সালে হজ্জ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাজীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: মো: শওকত হোসেন। এসময় খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: নয়নময় ত্রিপুরা, মেডিকেল অফিসার ডা: মীর মোশারফ হোসেন, জেলা পাবলিক হেলথ নার্স অন্তিকা দেওয়ান, স্টাফ নার্স উজ্জ্বল খীসা উপস্থিত ছিলেন।
প্রথমদিন ৫২ জন হজ্জ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও ম্যানিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান করা হয়। তালিকাভুক্ত হজ্জ যাত্রীরা বৃহস্পতিবারও এ সেবা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।