খাগড়াছড়িতে হাসপাতাল থেকে পালিয়েছে আসামি : ৪ পুলিশ সদস্য ক্লোজড

purabi burmese market

খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক আসামী হাতকড়াসহ পালিয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭মে) ভোর রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ড থেকে পালিয়ে যায় এরাকো চাকমা নামে এক আসামী।

পুলিশ জানায়, চিকিৎসাধীন থাকা আসামী গতকাল পানছড়ির এক বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে। স্থানীয়রা থাকা গণধোলাই দিয়ে পুলিশে দেয়। গ্রেপ্তারের পর চিকিৎসার জন্য আসামীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে হাতকড়াসহ নিয়ে পালিয়ে যায় এরাকো চাকমা।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ জানান, হাতকড়াসহ আসামী পালানোর ঘটনায় প্রাথমিক ভাবে দায়িত্বে থাকা ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিধিমত ব্যবস্থা নেয়া হবে। পলাতক আসামীকে ধরতে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।