রোববার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল জব্বার এর নেতৃত্বে পুলিশের একটি দল পানছড়ির মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল জব্বার ঘটনার সত্যত্যা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালে প্রধানমন্ত্রীর জনসভায় বাধাদানসহ পানছড়ি ও খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা ১৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।