খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

NewsDetails_01

খাগড়াছড়িতে নিহত তিন ইউপিডিএফ কর্মীর লাশ (ফাইল ছবি)
রাঙামাটির করল্যাছড়িতে গত সোমবার প্রতিপক্ষের গুলিতে নিহত তিন ইউপিডিএফ কর্মীর ময়নাতদন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাঘাইছড়ির সাজেক ইউনিয়ন থেকে মরদেহ গুলো খাগড়াছড়ি আনা হয়।
সাজেক থানার এসআই কামরুজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষ হলেও নিহতদের কারো আত্মীয় স্বজন না আসায় স্থানীয় জনপ্রতিনিধি ও কার্বারীদের কাছে লাশগুলো হস্তান্তর করবে। নিহতদের মধ্যে সঞ্জীব চাকমার বাড়ি রাঙামাটির গলাছড়ি গ্রামে, স্মৃতি বিকাশ চাকমার বাড়ি সরুনালা এবং অটল চাকমার বাড়ি ঝগড়াবিল গ্রামে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার বিষয় নিশ্চিত করেছেন।
গত সোমবার ভোরে রাঙামাটির সাজেক ইউনিয়নের দূর্গম করল্যাছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয় তিন ইউপিডিএফ কর্মী। এঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত গ্রুপ প্রতিপক্ষ জনসংহতি সমিতি এমএন লারমা ও ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করলেও সংগঠনগুলোর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন