খাগড়াছড়িতে ৩ যুবকের মৃত্যুদণ্ড

NewsDetails_01

খাগড়াছড়িতে ধনিতা ত্রিপুরা নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে ৩ যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন। দণ্ড প্রাপ্ত আসামীরা হলো,খাগড়াছড়ির ভাইবোনছড়া বড় পাড়ার রুমেন্দ্র ত্রিপুরা, ত্রিরণ ত্রিপুরা ও কম্বল ত্রিপুরা। দন্ড-প্রাপ্ত কম্বল ত্রিপুরা পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় অপর দুই আসামী আদালতে উপস্থিত ছিল।

NewsDetails_03

আদালতের সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৩ মে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ার বড় পাড়ায় এলাকায় কিশোরী ধনিতা ত্রিপুরার বাবা-মা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে মৃত্যুদণ্ড বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এ মৃত্যুদণ্ড করে বলে আসামীরা স্বীকার করে।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, রাষ্ট্রপক্ষের ২২ জন সাক্ষীতে আসামীদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেক আসামীকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদন্ডে করেন।

আরও পড়ুন