খাগড়াছড়িতে ৪ ইটভাটাকে ৫ লক্ষাধিক টাকা জরিমানা

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন অমান্য করে ইটভাটায় উৎপাদনের দায়ে ৪ ভাটাকে ৫ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রয়ারি) বিকেলে মাটিরাঙ্গা পৌর এলাকার চারটি ভাটায় অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন ও প্রশান্ত চক্রবর্তী।

NewsDetails_03

জেলা প্রশাসনের কার্যালয়ের তথ্য মতে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ১৬ ধারা অমান্য করে ফসলি জমির মাটি উত্তোলন ও কাঠ পুড়ানোসহ লাইসেন্স না থাকায় মাটিরাঙ্গার ৪ টি ভাটাকে ৫ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন জানান, ইট ভাটাগুলোকে নিয়ম মানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার সর্তক করার পরও যারা আইন লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে অভিযান হচ্ছে। পরিবেশ সুরক্ষায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।

আরও পড়ুন