পুনর্বাসন গ্রামের বাসিন্দা বাবুল বিকাশ ত্রিপুরা বলেন, দীর্ঘদিন ধরে ইউপিডিএফর সশস্ত্র সন্ত্রাসীরা পুনর্বাসন ও আশপাশের এলাকাবাসীদের অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছে। শনিবার সকালে ওচাই পাড়া এলাকায় কাজ করতে যান খোকন ত্রিপুরা ও আশিক ত্রিপুরা। এসময় ইউপিডিএফর সন্ত্রাসীরা তাদের কাছ থেকে দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় মারধর করে। এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিকেলে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীদের আস্তানায় গিয়ে ধাওয়া করে। এসময় জনতার হাতে চারজন ধরা পড়ে। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। অপরদিকে, ইউপিডিএফর মুখপাত্র নিরন চাকমা এমন কোন ঘটনা শোনেননি বলে জানান।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।