খাগড়াছড়িতে ৬ শিশুর মৃত্যু

NewsDetails_01

খাগড়াছড়িতে ঠাণ্ডাজনিত নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে চলতি মাসে ৬ শিশুর মৃত্যু হয়েছে। পাহাড়ে শীতের প্রকোপ অব্যাহত থাকায় প্রতিদিন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা।

খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে ১০-১২ জন শিশু চিকিৎসা নিচ্ছে। শীতে শিশুর বাড়তি যত্নের পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

NewsDetails_03

ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুসহ রোগী বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি শীত মৌসুমে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে ১২ শ রোগী চিকিৎসা নিয়েছে খাগড়াছড়ি সদর হাসপাতালে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রাজেন্দ্র ত্রিপুরা জানা, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের মধ্যে প্রত্যন্তাঞ্চলের রোগীই বেশী। হাসপাতালে আনতে দেরী হওয়ায় গুরুত্ব হয়ে ৬ নিউমোনিয়া আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে। ডায়রিয়া কিংবা নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন