খাগড়াছড়িতে ৭ হাজার ৫ শ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ
খাগড়াছড়িতে কোভিড-১৯ মহামারি উত্তরণের জন্য কর্মহীন দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় জেলা সদরের কদমতলীস্থ এমপির বাংলোয় এ সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, লবণ, আলু, পেঁয়াজ,ডাল, ছোলা, তেল ও খেজু। এসব সামগ্রী হাতে পেয়ে খুশি অসহায় মানুষগুলো। তারা জানান, করোনা মহামারীর কষ্টে থাকা মানুষের মধ্যে আশা জাগাচ্ছে। এ সকল সামগ্রী কিছুটা হলেও স্বস্থি পাচ্ছেন বলে মন্তব্য করেন দুস্থ মানুষরা। এর মধ্যে প্রথম দিনে খাগড়াছড়ি জেলা সদরের ১ হাজার দুস্থ মানুষ পাচ্ছেন এই ইফতার সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পার্বত্য জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, পার্থ ত্রিপুরা জুয়েল, মেমং মারমা, হিরণ জয় ত্রিপুরা, মাঈন উদ্দিন, নিলোৎপল খীসা, শতরূপা চাকমা, জেলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সূত্র জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নে কোভিড-১৯ মহামারি করোনা উত্তরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী উপহার খাগড়াছড়ির ৯ উপজেলা ও ৩ পৌরসভাসহ মোট সাড়ে ৭ হাজার অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।
কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, একে অপরের সহযোগিতায় পাশে থেকে মহামারি করোনা অতিক্রম করে আবারো সুন্দর পৃথিবীতে বাঁচার স্বপ্ন নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে। তাই করোনায় সকলকে সচেতন হয়ে মাস্ক ব্যবহারসহ সামাজিক দুরত্ব বজায় রেখে চলার আহবান জানান তিনি।
এদিকে করোনাকালে কর্মহীন ও অসহায় মানুষের পাশে থাকবে এবং সহায়তার ধারা অব্যাহত থাকবে বলে জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।