হাসপাতালের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল ওহাব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামরুজ্জামান, বিজিবির চট্টগ্রাম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল এম.এম আনিসুর রহমান, গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোঃ শওকত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্য সাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রায় ৬ লক্ষ টাকা অনুদান প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা। এর আগে ফিজিওথেরাপী বিভাগের উদ্বোধন করে এর অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে দেখেন প্রধান অতিথি। গত ১ বছরে স্থানীয় প্রায় ১০ হাজার গরীব ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান হাসপাতাল অধিনায়ক।