রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির তিন পৌরসভায় দুইদিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রথমদিনের কর্মবিরতি পালন করে কর্মকর্তা-কর্মচারীরা।
দুইদিনের কর্মবিরতি প্রথমদিনে পৌরসভা দফতরে এসে ফিরে যেতে হয়েছে অনেক সেবাপ্রার্থীকে। এতে করে বাড়ছে ভোগান্তি।
পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক অংক্য মং মারমা, নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার দাশ, প্রকৌশলী এসএম নাজিম প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি নিয়োগ হলেও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না। খেয়ে না খেয়ে সুন্দর একটি শহর গড়তে কাজ করে গেলেও মূল্যয়ন হচ্ছে না দাবি করে অবিলম্বে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন সুবিধা চালুর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারী দেন বক্তারা।