খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার জামতলী রাবার বাগান এলাকায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসিত খিসা গ্রুপের সদস্য সাইন চাকমা ওরফে সুপার(২৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আহতরা হলেন, অনিল তত্রিপুরা (৪০),মিলন ত্রিপুরা (২৮), রুবেল চাকমা (২৬)।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাবার বাগান এলাকায় গুলির শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইনের লাশ উদ্ধার করে। এই হত্যাকান্ডের ঘটনায় ইউপিডিএফের (প্রসিত খিসা ) গ্রুপের দিঘীনালা সংগঠক কালো প্রিয় চাকমা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানান।