খাগড়াছড়ির দুর্গম এলাকায় হামের টিকা দিতে বিমান বাহিনীর সহায়তা

NewsDetails_01

জাতীয় যে কোনো দূর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সব সময় সাহায্য দিয়ে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগের ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সহায়তা প্রদান করে থাকে।

NewsDetails_03

এরই ধারাবাহিকতায় বিমান বাহিনীর একটি এমআই-১৭ এসএইচ হেলিকপ্টার যোগে আজ বৃহস্পতিবার (৯মার্চ) ১০ জনের একটি টিকা প্রদানকারী দল খাগড়াছড়ি জেলার মারিশা হতে নিউ থাংনাং পাড়া গেছে। খাগড়াছড়ি জেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সেখানে প্রায় সাড়ে ১১ হাজার শিশুকে টিকা দেবে দলটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এর আগে গত ২৫ মার্চ রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের শেয়ালদহে হামে আক্রান্ত ৫ শিশুকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রামে নেওয়া হয়।

আরও পড়ুন