খাগড়াছড়ির পানছড়িতে পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ

NewsDetails_01

খাগড়াছড়ির পানছড়িতে পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত ২টার দিকে পানছড়ির মরাটিলা এলাকায় ফেণী থেকে পানছড়িগামী পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এঘটনার জন্য পানছড়ি বাজারের ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করছে।
ব্যবসায়ীরা জানান, পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠনের আধিপত্য বিস্তারের জেরে ইউপিডিএফ’র হুমকিতে গত ২০ মে থেকে পানছড়ি বাজারে আসতে পারছে না স্থানীয় পাহাড়ীরা। একই সাথে বাজারে পণ্য পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সংগঠনটি। ইউপিডিএফ’র সন্ত্রাসীরাই পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
পানছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম জানান, আগুনে ১৫ লক্ষ টাকার মুদি পণ্য ক্ষতি হয়েছে। ইউপিডিএফ পানছড়ি বাজারকে অচল করে দিতে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে ইউপিডিএফ মুখপাত্র নিরন চাকমার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল আলম জানান, ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দূর্বৃত্তদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
২০১৭ সালের ২৩ জানুয়ারী রাঙামাটির নানিয়ারচরের কেঙ্গালছড়ি এলাকায় পণ্যবাহী দুইটি ট্রাকে অগ্নিসংযোগ করেছিল দূর্বৃত্তরা।

আরও পড়ুন