বাংলাদেশ পুলিশের ১৬ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এই তালিকায় রয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা (রাষ্ট্রপতির আদেশক্রমে) প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খানকে শিল্পাঞ্চলের পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।