খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

NewsDetails_01

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ছে দোকান
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মহালছড়ি বাজারের খাদ্যগুদাম এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেমায়ুন কবীর অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাত পৌনে ১টায় জানান, মহালছড়িতে ফায়ার সার্ভিসের স্থায়ী কোন ইউনিট না থাকায় স্থানীয়রাসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মিলে অগ্নি নির্বাপনের চেষ্টা চালাচ্ছেন। খাগড়াছড়ি ফায়ার স্টেশনে খবর দেয়া হয়েছে।
আনোয়ার নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, যে স্থানে অাগুন লেগেছে সেখানে কাপড়, ফার্ণিচার, বেকারি, মোবাইলের দোকান ও সেলুন রয়েছে। দোকানগুলোর পেছনে কয়েকটি বসতবাড়িও আছে বলে জানান তিনি।

আরও পড়ুন