খাগড়াছড়ির মাইছড়ি উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ

purabi burmese market

খাগড়াছড়ির মাইছড়ি উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধবনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিলোৎপল খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনাময় চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমাসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
এসময়ে বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার মাধ্যমে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ তথা বিদ্যালয়ের নামানুসারে আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরী করার আহবান জানান। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।