বিজিবি পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খালিদ আহমেদ জানান, এলাকায় নাশকাতা করার লক্ষ্যে ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসীরা নাশকতা ও চাঁদাবাজির উদ্দ্যেশ্যে গোকুলমনি পাড়ার দক্ষিণ-পুর্বে বিপ্রু কুমার পাড়ায় অবস্থান করছে সংবাদের ভিত্তিতে ওই
এলাকায় অভিযান চালানো হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তাদের কাছে থেকে একটি এলজি, তিন রাউন্ড কার্তুজ, বিদেশী মদ, গাঁজা ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল মাটিরাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।