খাগড়াছড়ির মাটিরাঙায় এলজি উদ্ধার

purabi burmese market

খাগড়াছড়ির মাটিরাঙায় এলজি উদ্ধার
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার বিপ্রু কুমার পাড়া থেকে পরিত্যক্তাবস্থায় একটি এলজি, তিন রাউন্ড কার্তুজ, মাদকসহ কয়েকটি চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় মাটিরাঙার পলাশপুর বিজিবি জোনের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খালিদ আহমেদের নেতৃত্বে অভিযানে পরিত্যক্তাবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খালিদ আহমেদ জানান, এলাকায় নাশকাতা করার লক্ষ্যে ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসীরা নাশকতা ও চাঁদাবাজির উদ্দ্যেশ্যে গোকুলমনি পাড়ার দক্ষিণ-পুর্বে বিপ্রু কুমার পাড়ায় অবস্থান করছে সংবাদের ভিত্তিতে ওই
এলাকায় অভিযান চালানো হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তাদের কাছে থেকে একটি এলজি, তিন রাউন্ড কার্তুজ, বিদেশী মদ, গাঁজা ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল মাটিরাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।