খাগড়াছড়ির রামগড়ে মাটি চাপায় শ্রমিক নিহত
খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার সময় মাটি চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম খগেন্দ্র ত্রিপুরা (৩২)। এই ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খগেন্দ্র মাটিরাঙ্গা উপজেলার টেকপাড়া এলাকার খেত কুমারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রামগড়ের টেকপাড়া এলাকায় স্থানীয় একটি বিদ্যালয়ের পাশে একটি পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে। এতে দুই শ্রমিক আটকা পড়ে। পরে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও অপরজনকে প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করে।
রামগড় থানার ওসি মো. শামছুজ্জাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।