খাগড়াছড়ির সংসদ সদস্যের দ্বৈত জন্ম তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়!

NewsDetails_01

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার জন্মদিন আজ ৩০ আগস্ট। তবে সংসদ নির্বাচনের সময় তাঁর দেয়া হলফনামা ও অন্যান্য নথিপত্রে জন্ম তারিখ দেয়া আছে ৪ নভেম্বর। সংসদ সদস্যের দ্বৈত জন্ম তারিখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়।

এদিকে, গতরাত (শনিবার, ৩০ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় নেতাকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। অনেকে আবার দ্বৈত জন্ম তারিখের তথ্য সম্বলিত স্ক্রিনশর্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। সংসদ সদস্যের জন্মদিনের দ্বৈত তারিখ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো আলোচনা সমালোচনের বিষয়ে পরিণত হয়েছে।

NewsDetails_03

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখে বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল ওয়েবসাইটের (parliament.gov.bd) সংসদ সদস্যদের তথ্যবলীতে দেখা যায়, ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার তথ্য সম্বলিত রয়েছে। যেখানে সংসদ সদস্যের জন্ম তারিখ দেয়া আছে ৪ নভেম্বর ১৯৬৩ সাল।
অফিসিয়াল ওয়েবসাইটের সাথে আজকের তারিখের (জন্ম তারিখ) তথ্যের গরমিলের বিষয়ে জানতে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।

জাতীয় সংসদের অফিসিয়াল ওয়েবসাইটের সংসদ সদস্যদের তথ্য। ছবি-পাহাড়বার্তা

তবে সংসদ সদস্যের পরিচিত একজন নাম না প্রকাশের অনুরোধে জানান, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা একটি সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত আছেন। তাই হয়ত মুঠোফোন রিসিভ করছেন না। জন্ম তারিখের গরমিল নিয়ে তিনি বলেন, বিভিন্ন নথিতে ৪ নভেম্বরের যে তারিখ দেয়া আছে সেটি স্যারের (কুজেন্দ্র লাল ত্রিপুরার) সার্টিফিকেটের তথ্য। সার্টিফিকেট অনুসারে সব জায়গায় ৪ নভেম্বর ১৯৬৩ সাল জন্ম তারিখ লেখা রয়েছে।

খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন কুজেন্দ্র লাল ত্রিপুরা। একই সাথে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান পদে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।

আরও পড়ুন