খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
খাগড়াছড়ির সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে হতদরিদ্র ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার (২২ এপ্রিল) জেলার মানিকছড়িসহ জেলার বিভিন্ন স্থানে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের কর্মীরা গরীব, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে।
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন, দিনমজুর, নিম্ন আয়ের, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকতে সাধ্যমত চেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া খাগড়াছড়ি জেলা বিএনপির বর্তমান সভাপতি।