শনিবারের ভোরের আলো ফোটার পর এমন ফেস্টুন দেখে জেলাবাসীর মনে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত¡র, কলেজ সড়ক, চেঙ্গী স্কোয়ার মোড় ঘুরে দেখা যায়, খাগড়াছড়ি সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ২৯৮ নং আসনের বাসিন্দাদের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে কংজরী চৌধুরীর পক্ষে ফেস্টুন ছাঁটানো হয়েছে। ঐসব ফেস্টুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊসেশিং এমপি’র সাথে কংজরী চৌধুরী ছবি শোভা পাচ্ছে ।
বীর মুক্তিযোদ্ধা ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা জানান,শহরের বিভিন্ন স্থানে কংজরী চৌধুরী ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে ফেস্টুন ছাঁটিয়েছে বলে শুনেছি। তবে আমি এখনো তা দেখেনি বিধায় এবিষয়ে কোন মন্তব্য করব না।
যার পক্ষে শুভেচ্ছা জানিয়ে ফেস্টুন ছাটানো হয়েছে সে কংজরী চৌধুরীর এসবের কিছু জানেন না জানিয়ে বলেন, বিষয়টি নিয়ে আমি নিজেই বিব্রতকর অবস্থায় পড়েছি। দলের মূল ¯্রােতের সাথে আমার বিরোধ সৃষ্টি করার জন্য তৃতীয় কোন পক্ষ এ কাজ করেছে।