চট্টগ্রাম বিভাগীয় পরিবহন মালিক ঐক্য পরিষদের উত্থাপিত ৯ দফা দাবিতে খাগড়াছড়িতে ও গণ ও পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে ।
আজ রোববার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি জেলায় বিভাগীয় কর্মসূচিতে সংহতি জানিয়ে পরিবহন ধর্মঘট পালন করছে মালিক ও শ্রমিক সংগঠন গুলো। ধর্মঘটের প্রভাবে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার সাথে খাগড়াছড়ির গণ ও পণ্যবাহী পরিবহন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে এসব রুটে চলাচলকারী যাত্রীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভাগীয় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে খাগড়াছড়ির পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।