খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে কার্যক্রম স্থগিতের কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। এ বিষয়ে জেলা ছাত্রলীগেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিগত পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে জেলা ছাত্রলীগ। এরপর থেকে অভিযুক্ত নেতাদের বাদ দিয়ে কর্মসূচি পালন করে আসছিল জেলা ছাত্রলীগ।