খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী’র জন্মদিনে বিভিন্ন মহলের শুভেচ্ছা

purabi burmese market

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরীর ৬১-তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গরা। রোববার সকালে এ উপলক্ষে শুভার্থীদের আয়োজনে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনাড়ম্বর এক আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়।
খবর পেয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলামও পরিষদ চেয়ারম্যানের জন্মদিনের আলোচনায় যোগ দেন। শুভেচ্ছা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পরিষদ সদস্য শতরুপা চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমীন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া এবং সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো: রাশেদুল হক। এসময় পরিষদের হস্তান্তরিত বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সা: সম্পাদক মুহাম্মদ আবু দাউদ এবং ক্যাব-খাগড়াছড়ির সা: সম্পাদক প্রদীপ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও শুভার্থীরা পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ১৯৫৮ সালের ৩১ ডিসেম্বর গুইমারার সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা প্রয়াত মংসাজাই চৌধুরী হেডম্যান থাকাকালে দূর্বৃত্তদের হাতে প্রাণ হারান।

আরও পড়ুন
2 মন্তব্য
  1. Mong Ting Waing Marma বলেছেন

    Happy birthday uncle

  2. Hamidul Hasan বলেছেন

    দাদা শুভ জন্মদিন, শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।