খাগড়াছড়ি জেলা পরিষদ নতুন সদস্য নিয়োগ পেলেন পার্থ ত্রিপুরা

purabi burmese market

খাগড়াছড়ি জেলা পরিষদ নতুন সদস্য পার্থ ত্রিপুরা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন সদস্য নিয়োগ পেলেন পার্থ ত্রিপুরা। ত্রিপুরা কোটায় তিনি এ নিয়োগ পান। পার্থ ত্রিপুরা জুয়েল বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরার ছেলে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মকিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (৪ জানুয়ারী) বৃহস্পতিবার পার্বত্য জেলা পরিষদের বিধান অনুযায়ী পার্থ ত্রিপুরাকে ত্রিপুরা কোটায় তাকে নিয়োগ দেওয়া হয়।
জানা যায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং ২৯.০০. ০০০০.২১৪. ০১.১২০.২০০১ স্মারকে (অংশ-২)/০৫,তারিখঃ ০৪/০১/২০১৮ইং মোতাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অন্তবরর্তীকালীন পরিষদের ত্রিপুরা কোটায় সদস্য হিসেবে পার্থ ত্রিপুরা (পিতাঃ রণবিক্রম ত্রিপুরা,সাং খাগড়াপুর,খাগড়াছড়ি সদর) নিয়োগ প্রাপ্ত হয় । ০৪/০১/২০১৮ পুর্বাহ্ণে যোগদান করেছে।
তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন,১৯৮৯(সংশোধনীসহ) এর আলোকে নতুন সদস্য পার্বত্য জেলা পরিষদ আইন ও বিধি/প্রবিধির একটি বই দেয়া হবে বলে জানা যায়। পার্থ ত্রিপুরা জেলা পরিষদ সদস্য নিয়োগ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী,সাংবাদিক,ব্যবসায়ীসহ বিভিন্ন মহল নেতৃবৃন্দরা তাকে অভিনন্দন জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।