খাগড়াছড়ি জেলা শহরের অদূরে বিনোদন কেন্দ্র ‘জেলা পরিষদ পার্ক’-এ এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ২টার দিকে পার্কে বেড়ানোর সময় কয়েকজন দুর্বৃত্ত কিশোরীটকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মুমুর্ষ কিশোরীর আর্ত চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। জানা গেছে, কিশোরীটির বাড়ি জেলা সদরের পাঁচমাইল এলাকায়।
খাগড়াছড়ি থানার ওসি (তদন্ত) বায়েসুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পার্ক এলাকা ঘিরে ফেলে। যাতে অপরাধীরা পালাতে না পারে। সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে তাৎক্ষনিক আটক করা হলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীকে সনাক্ত করা যায়নি। বর্তমানে কিশোরীটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি জানান, কিশোরীটির প্রয়োজনীয় মেডিকেল টেস্টের পরই ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।
পার্ক-এ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অভিযোগ করেন, খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক এলাকার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে শংকা থাকলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা না করায় প্রায়শই কিশোরী ও নারীরা ইভটিজিংয়ের শিকার হন বলে অভিযোগ উঠে।