খাগড়াছড়ি থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার

খাগড়াছড়ি থেকে অপহরণের ১৩ দিন পর ঢাকা থেকে অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ঢাকার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণের সাথে জড়িত ইয়াছিন মোল্লাকে গ্রেফতার করে।

NewsDetails_03

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের নুনছড়ি থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় ইয়াছিন মোল্লা। ফল ব্যবসার সূত্রে কিশোরগঞ্জের শিমুল তলার বাসিন্দা ইয়াছিনের সাথে পূর্ব পরিচিত ছিল অপহৃত স্কুল ছাত্রীর পরিবারের। এ ঘটনায় অপহৃতের মা ২১ সেপ্টেম্বর ইয়াছিন মোল্লাকে আসামী করে অপহরণ মামলা করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহম্মদ রশীদ জানান, প্রযুক্তির সাহায্যে অপহরণ মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম ও আসামীকে খাগড়াছড়িতে নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন