এদিকে তাঁর আরোগ্য কামনা করে খাগড়াছড়ি জেলার বিভিন্ন শ্রেণী-পেশা এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শুভার্থীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
পরিষদ চেয়ারম্যানের পাশাপাশি খাগড়াছড়ি চেম্বারের নির্বাচিত এই সভাপতি’র আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ তাঁর জন্য শুভ কামনা করছেন প্রতিনিয়িত তাঁর পরিচিতরা। তাঁর পরিবারের পক্ষ থেকেও সুস্থতা কামনা করে বিভিন্ন মাঙ্গলিক ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করা হয়েছে।
উল্লেখ্য, কংজরী চৌধুরী পরিষদ চেয়ারম্যান এবং রাজনৈতিক পদ-পদবীর বাইরেও জেলার সর্ব মহলের কাছে একজন নিরহংকার ও সদালাপী মানুষ হিসেবে সুপরিচিত।