খাগড়াছড়ি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

NewsDetails_01

খাগড়াছড়ি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
“শ্রম অনুপাতে মর্যাদা চাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের বিকল্প নাই” স্লোগানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে ১ ঘন্টার অবস্থান ধর্মঘট ও কলম বিরতি পালন করেছে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার বেলা ১১ টায় বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে পৌর কর্মকর্তা-কর্মচারীরা। অবস্থান ধর্মঘট ও কলম বিরতি পালনকালে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ ছিলো।
কর্মসূচি চলাকালে সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অংক্য মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও পৌরসভার সহকারী প্রকৌশলী জামাল হোসেন, পৌর সচিব পারভিন আক্তার, নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার বিশ্বাস প্রমূখ।
এসময় পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা, পেনশন সুবিধাসহ সকল সরকারি সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়ার দাবী জানিয়ে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী আধুনিক নগরায়ন গড়ার লক্ষ্যে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের প্রাণের দাবী এক দফা এক দাবী বাস্তবায়ন চান তারা।

আরও পড়ুন