খাগড়াছড়ি পৌরসভার দ্বায়িত্ব হস্তান্তর
খাগড়াছড়ি পৌরসভার নব-নির্বাচিত ৭ম পৌর পরিষদের নিকট ৬ষ্ঠ পৌর পরিষদ কর্তৃক দ্বায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
আজ ১৭ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে খাগড়াছড়ি পৌর সম্মেলন কক্ষে নব-নির্বাচিত মেয়র নির্মলেন্দু চৌধুরীর ৭ম পৌর পরিষদের নিকট পৌরসভার দ্বায়িত্ব হস্তান্তর করেন ৬ষ্ঠ পৌর পরিষদের সদ্য বিদায়ী মেয়র রফিকুল আলম।
দ্বায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা প্রমূখ।
অনুষ্ঠানে সকল ওয়ার্ডের কাউন্সিলর, নারী কাউন্সিলর, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।