খাগড়াছড়ি পৌরসভার বাজেট ঘোষণা

NewsDetails_01

খাগড়াছড়ি পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল আলম
আয়-ব্যয় কমিয়ে খাগড়াছড়ি পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে পৌরসভার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৮ কোটি ৮৮ লক্ষ ২৫ হাজার ৮৩৯ টাকা। যা বিগত ২০১৬-১৭ অর্থবছরে ছিল ১১৬ কোটি ৭৪ লক্ষ ৭৩ হাজার টাকা। যার তুলনায় বর্তমানের বাজেট অর্ধেকেরও কম।
২০১৭-১৮ অর্থবছরে ৫৫ কোটি ১৩ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে যেটি চলতি ২০১৬-১৭ অর্থবছরে ছিল ১১৬ কোটি ৪৯ লক্ষ ২৯ হাজার টাকা। বুধবার খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে ২০১৭-১৮ সালের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল আলম। এসময় পৌর সচিব পারভীন আক্তার খন্দকার, নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার বিশ্বাস, কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার বিভিন্ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১৭-১৮ অর্থবছরে আয়ের খাত বাড়লেও কমেছে ব্যয়ের খাত। শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্য, পরিস্কার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও দুর্যোগ মোকাবেলায় ব্যয় কম ধরা হয়েছে। তবে মেয়র, কাউন্সিলরদের ভাতা, উৎসব ভাতা, ভবিষ্যত তহবিলের মতো কিছু কিছু সূচকে ব্যয় বেড়েছে ২০১৭-১৮ অর্থবছরে।

আরও পড়ুন