খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম অসুস্থ

চট্টগ্রামে চিকিৎসাধীন

NewsDetails_01

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার তাকে খাগড়াছড়ি থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মেয়র রফিকুল আলম চিকিৎসাধীন রয়েছেন।

NewsDetails_03

হাসপাতালে থাকা খাগড়াছড়ি পৌরসভার প্রকৌশলী এসএম নাজিম উদ্দিন জানান, স্যার (মেয়র) কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য উনাকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করে তাকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। স্যারের (মেয়র) রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি পৌরসভায় দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করে যাচ্ছেন রফিকুল আলম। চলমান করোনা পরিস্থিতিতে পৌর এলাকার বাসিন্দাদের বিভিন্ন সেবামূলক কাজে মাঠে ছিলেন মেয়র রফিকুল আলম

আরও পড়ুন