খাগড়াছড়ি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নির্মলেন্দু চৌধুরী

purabi burmese market

আসন্ন দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলায় খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনযন পেয়েছেন নির্মলেন্দু চৌধুরী। নির্মলেন্দ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রে প্রেরিত পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে যে তিন জনের নাম সুপারিশ করা হয়েছে, তৎন্মধ্যে নির্মলেন্দু চৌধুরীও ছিলেন।

জেলা কমিটি সুপারিস প্রাপ্ত অপর দুই প্রার্থী হলেন দুই বার নির্বাচিত মেয়র ও প্রস্তাবিত আওয়ামীলীগের জেলা কমিটির সদস্য রফিকুল আলম ও সাবেক যুবলীগ নেতা ও বর্তমানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা।

গত শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কেন্দ্রের সিদ্ধান্ত খাগড়াছড়ি পৌঁছার সাথে সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহের নেতা কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।