খাগড়াছড়ি পৌর এলাকায় আগামী ২৫ জুন থেকে বন্ধ হচ্ছে ব্যাটারী চালিত টমটম অটোরিক্সার ডান পাশ। পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ কঠোর ভাবে বাস্তবায়ন করা হবে।
তথ্যমতে, খাগড়াছড়ি পৌরসভার নিবন্ধিত টমটম অটোরিক্সার সংখ্যা ১ হাজার ৫০০ টি। তবে পৌর এলাকায় আশপাশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ এলাকা থেকে টমটম প্রবেশ করে। এ সংখ্যা সহ গিয়ে প্রতিদিন পৌর এলাকায় ৪ হাজার থেকে ৫ হাজার টমটম চলাচল করছে। এতে করে শহরের সৌন্দর্য নষ্টের পাশাপাশি যানজট, সড়ক দুর্ঘটনা বাড়ছে।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, আগামী ২৫ জুনের মধ্যে টমটম অটোরিক্সার ডানপাশ বন্ধ করে দিতে মালিক ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর থেকে পৌর শহরে শৃঙ্খলা ফেরাতে লাইসেন্স শাখার প্রশাসন বিভাগের মাধ্যমে অভিযান শুরু করা হবে।
পৌর মেয়রের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন নাগরিক সমাজ। কাগজে কলমে সিদ্ধান্ত সীমাবদ্ধ না রেখে এর বাস্তবায়ন চান স্থানীয়রা।