খাগড়াছড়ি প্রতিদিন ডটকম এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

খাগড়াছড়ি প্রতিদিন ডটকম পোর্টল উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম
“সম্প্রীতির মেলবন্ধন” স্লোগানে খাগড়াছড়িতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে খাগড়াছড়ি প্রতিদিন ডটকম নামের একটি অনলাইন নিউজ পোর্টাল। রোববার বিকেল ৫টায় খাগড়াছড়ি শহরের জেলা স্কাউট ভবন হলরুমে পোর্টালটির আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম।
এসময় খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান, খাগড়াছড়ির বিদায়ী জেলা তথ্য কর্মকর্তা মহসীন হোসেন তালুকদার, নবাগত জেলা তথ্য কর্মকর্তা মো: অনিক চৌধুরী, খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এম রাশেদুল হক, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি মো: জহুরুল আলম, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক কানন আচার্য, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি সুদর্শন দত্ত, খাগড়াছড়ি প্রতিদিন ডটকম’র সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি নিউজ ডটকম’র সম্পাদক শাহরিয়ার ইউনুস, সাপ্তাহিক আলোকিত পাহাড়’র সম্পাদক মো: সাজু, মাসিক পাহাড়ের আলো’র সম্পাদক মোবারক হোসেন, পার্বত্য বাণী ডটকম’র সম্পাদক আবুল কাশেম সহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদের গুণগত মান, বস্তুনিষ্ঠতা বজায় রেখে দ্রুত জনগণের কাছে সংবাদ পৌঁছে দিতে অনলাইন গণমাধ্যমের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন বক্তারা। খাগড়াছড়ি প্রতিদিন ডটকম’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন