উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর সবুর খান, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলমগীর সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজের শিক্ষক জহিরুল ইসলাম জানান, বায়োমেট্টিক হাজিরা পদ্ধতির মাধ্যমে একাদশের ৫৭৬ জন এবং দ্বাদশ শ্রেণীর ৩২৪ জন শিক্ষার্থীর কলেজে গমন ও ত্যাগের তথ্য অভিভাবকসহ কলেজ কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করতে পারবে।