খাগড়াছড়ি মুক্ত দিবস পালিত

NewsDetails_01

পৌর টাউন হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমার্ল্য অর্পণ
খাগড়াছড়ি মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এইদিনে তৎকালীন খাগড়াছড়ি মহকুমা প্রশাসকের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে খাগড়াছড়ি হানাদার মুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। দিবসটির স্মরণে সকাল থেকে নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রা শেষে পৌর টাউন হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমার্ল্য অর্পণ ও নীরবতা পালন করা হয়। এসময় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মোহাম্মদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন