বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রা শেষে পৌর টাউন হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমার্ল্য অর্পণ ও নীরবতা পালন করা হয়। এসময় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মোহাম্মদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।