জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মারিশ্যা ২৭ বিজিবি জোনের উদ্যোগে স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের চিকিৎসক দল গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবার পাশাপাশি করোনা পরিস্থিতির এ সময়ে মানসিক স্বাস্থ্যের প্রতি নজর রাখার পরামর্শ দেন। এছাড়া গর্ভবতী মায়েদের মানবিক সহায়তা দেয়া হয়।
এ সময় মারিশ্যা ২৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আনোয়ার হোসেন ভূইয়ার ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের চিকিৎসক মেজর উম্মে হাবিবা আসমা উপস্থিত ছিলেন।