খাগড়াছড়ি সদর হাসপাতালে আগুন আতঙ্ক

NewsDetails_01

খাগড়াছড়ি সদর হাসপাতালে আগুন আতঙ্কের খবর পাওয়া গেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের বর্ধিতাংশ ভবনের তৃতীয় তলার শিশু ওয়ার্ডের রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়ায়।

NewsDetails_03

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তৃতীয় তলা থেকে ‘আগুন আগুন’ শব্দ শুনতে পেয়ে রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে ছোটাছুটি শুরু করে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসে একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। হাসপাতালের তৃতীয় তলার শিশু ওয়ার্ডের বারান্দায় থাকা সিসি ক্যামেরার পাওয়ার অ্যাডাপ্টার বিস্ফোরণের শব্দ ও আগুনের ধুয়া থেকে ওই ফ্লোরে থাকা রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়ায়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়ন ময় ত্রিপুরা জানান, হাসপাতালের সিসি ক্যামেরার পাওয়ার অ্যাডাপ্টার বিস্ফোরণে ধুয়া বের হওয়ার খবর শুনে ভয়ে রোগীর স্বজনরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে। এতে কেউ হতাহত হয়নি। শিশু ওয়ার্ডের সকল রোগী ও স্বজনই সুস্থ আছেন।

আরও পড়ুন