খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নে সদস্য হতে পারেন আপনিও
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে, রেজি. নং চট্ট- ২৮০৮) এর সদস্য অর্ন্তভূক্তির জন্য ভর্তি ফরম ছাড়া হয়েছে। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিম্নলিখিত শর্ত সাপেক্ষে সদস্য অর্ন্তভূক্তি করা হবে। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সা. সম্পাদক ও কেইউজে সদস্য অর্ন্তভূক্তিকরণ উপ-কমিটির আহ্বায়ক সৈকত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সদস্য অর্ন্তভূক্তির বিষয়ে ৭টি শর্ত আবশ্যিকভাবে উল্লেখ করা হয়েছে।
শর্তসমুহের মধ্যে ১.আবেদনকারীকে তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত যে কোন গণমাধ্যমে কর্মরত হতে হবে। তাঁকে অবশ্যই আবেদনের সময় থেকে পূর্ববর্তী অন্তত টানা তিন বছর কর্মরতথাকতে হবে। ২.আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম এইচএসসি পাশ হতে হবে। ৩.আবেদনকারীকে আবেদনপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, গণমাধ্যমে কর্মরত নিয়োগ পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। ৪. আবেদনকারীকে আবেদনপত্র ‘বই বিতান’, আদালত সড়ক, খাগড়াছড়ি বাজার (কেইউজে’র কার্যালয়ের নিচ তলার লাইব্রেরী) থেকে ১০০/- (এক শত টাকা) বিনিময়ে সংগ্রহ করতে হবে। ৫.আগামী ২০ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে ফরম জমা দিতে হবে। ৬.আবেদনপত্র গ্রহণ করবেন নুরুচ্ছাফা মানিক, অর্থ সম্পাদক, নির্বাহী কমিটি, কেইউজে ও সদস্য, কেইউজে সদস্য অর্ন্তভূক্তিকরণ বিষয়ক উপ কমিটি।
(প্রয়োজনে ০১৭৬৭৬৯১৪৬৮ নম্বরে যোগাযোগ করে জমা দিতে পারবেন।) ৭.অসম্পূর্ণ ফরম সরাসরি বাতিল বলে গণ্য হবে।