বিএনপি চেযারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরসহ একদফা দাবি আদায়ের বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জেলা বিএনপি।
আজ সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ২নং গলিতে সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মা ম্যা চিং, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, জেলা বিএনপি নেতা লিটন বিশ্বাস, আবিদুর রহিম, পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়কক সরওয়ার জামান, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরীসহ প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেছেন, রাজপথে লড়াই সংগ্রাম শুরু হয়েছে। ‘আমাদের কাঙ্কিত লক্ষ শেখ হাসিনার পতন। এই সরকারের পতন ছাড়া বিএনপি”র কোন নেতাকর্মীরা ঘরে ফিরবে না।
ভোটের অধিকার, দলের নেত্রী খালেদা সু-চিকিসা ও মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এবং আইনের শাসন প্রতিষ্টা করতে রাজনীতির মাঠে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
অন্যদিকে সাচিং প্রু জেরী গ্রুপের নেতাকর্মীরা একই দাবীতে বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল ও পৃথক সমাবেশ করে।