খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি।
আজ সোমবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয়ের চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় এ সরকারকে দিতে হবে। এর আগে বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ (মামুন) এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপ-মন্ত্রী মণি স্বপন দেওয়ান, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো), জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার (দীপু) প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় এ সরকারকে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, এ মৃত্যু বৃথা যাবেনা, এ মৃত্যুর অনেক মাশুল আপনাকে এবং আপনার দলকে দিতে হবে। এ সময় দেশের স্বার্থে এ সরকারকে পদত্যাগ এবং খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা।