বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে রাজপথে উঠতে চাইলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। পরে পুলিশ ব্যারিকেডে দলীয় কার্যালয় গেইটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল বক্তব্য রাখেন।
বক্তারা খালেদা জিয়া কারাগারে চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন দাবি করে ঈদের পর খালেদা জিয়াকে মুক্ত করতে তীব্র আন্দোলনে জনগণকে সামিল হওয়ার আহব্বান জানান।