খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে রাঙামাটিতে বিএনপির অনশন

NewsDetails_01

‌বিএন‌পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবীতে অনশন কর্মসূচি পালন করেছে রাঙামাটি জেলা বিএনপি। আজ শনিবার সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি শুরু হ‌য়ে দুপুর ১টা পর্যন্ত চ‌লে।

NewsDetails_03

জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনশনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণত সম্পাদক দীপেন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সা‌বেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভু‌ট্টো সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতা পাকাপোক্ত করতে খালেদা জিয়ার উপর অমানবিক নির্যাতন করছে। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থা না নিলে রাজপথ অবরুদ্ধ করার হুশিয়ারী দেন।

আরও পড়ুন