খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাঙামাটিতে দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটিতে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
আজ মঙ্গলবারস (১৬নভেম্বর) জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া করেন ওলামা দলের সভাপতি মাওলানা আবুল কাসেম।
মিলাদ মাহফিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদার, সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মন্নান, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, স্বেচ্চাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদারসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, সেবছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।